ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
৬১০

রবিবার বছরের দীর্ঘতম দিনে বিরল সূর্যগ্রহণ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:০৮ ২০ জুন ২০২০  

আগামীকাল রবিবার উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন। ঠিক এ দিনেই হতে যাচ্ছে সূর্যগ্রহণ। সব মিলিয়ে বিরল এ দিনটিতে এক মহাজাগতিক দৃশ্যেরও দেখা মিলবে দেশের আকাশে।

প্রতি বছরের ২১ জুন সূর্য একটি নির্দিষ্ট সময়ে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে অবস্থান করে। এতে উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন দেখা যায়। কর্কটক্রান্তি রেখা বা অক্ষাংশ বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। সূর্য উত্তরায়নের শেষ সীমাও এই দিনে সংঘটিত হয়।

আর এই দীর্ঘতম দিনটিতেই আংশিক সূর্যগ্রহণ হবে। বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে সারাদেশ থেকে এ আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। 

ঢাকার স্থানীয় সময় দুপুর ১১টা ২৩ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে। দুপুর ১টা ১২ মিনিটে সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় ও দুপুর ২টা ৫২ মিনিটে গ্রহণ শেষ হবে।

দিনকে বছরের দীর্ঘতম বা কর্কটক্রান্তি দিবসও বলা হয়ে থাকে। আর এ দিনটিতেই সূর্যগ্রহণ হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে বহু মানুষের মাঝে। তবে সূর্যগ্রহণ খালি চোখে দেখা যাবে না। এজন্য যথাযথ প্রস্তুতি নিয়ে তবেই কেউ পর্যবেক্ষণ করতে পারবে।